শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


একে পার্টি কেন বারবার জিতে? সিএইচপি কেন বারবার হারে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফিজুর রহমান

গত ১৬ বছর ধরে তুরস্কের নির্বাচনে একে পার্টি টানা জয় পেয়েছে আর সিএইচপি টানা হেরেছে। এই হার-জিতের বিশ্লেষনে তুরস্কের হুরিয়্যাত পত্রিকার কলাম লেখক আহমেদ হাকান চমৎকার কিছু পয়েন্ট তুলে এনেছেন-

একে পার্টি কেন বারবার জিতে?

১. নির্বাচনে প্রাপ্ত ভোটে কখনো সন্তুষ্ট হয়না। (অর্থাৎ, আরো বেশী পেতে পারতাম/ বেশী পাওয়ার দরকার ছিল)

২. একদম কিছু ভোট হারালেও এটাকে বড় করে দেখে/ বড় ঘটনা হয়ে যায়।

৩. নির্বাচনের পর "কোথায় ভুল করেছি" সেটার উত্তর খুজে।

৪. প্রতি দুজনের মধ্যে একজনের ভোট পেলেও (অর্থাৎ ৫০% ভোট পেলেও) "আমরা কি জনগন থেকে দূরে সরে যাচ্ছি" এই প্রশ্নের উত্তর খোজার চেষ্টা করে।

৫. রাজনীতিতে একমাত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল ভোট, এটা তারা জানে।

৬. একটি নির্বাচনের পরই আরেকটি নির্বাচনের ক্যাম্পিং শুরু করে।

৭. (আগামী) মার্চের (স্থানীয় সরকার) নির্বাচনের জন্য আগামীকালই মনে হয় নির্বাচন এরকম ভেবে/ মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে।

সিএইচপি কেন বারবার হারে?

১. নির্বাচনের প্রাপ্ত ভোটে খুশি হয় এবং মেনে নেয়। (অর্থাৎ, যা পাইছি অনেক)

২. বিশাল ভোট হারালেও কোন ঘটনা হয় না।

৩. "কোথায় ভুল করেছি" এই প্রশ্ন উত্থাপনের প্রয়োজনই মনে করেন/ এ ধরনের কোন আলোচনাই হয়না।

৪. "কেন, সঠিক কাজটি করতে পারি নাই", "জনগন কেন আমাদের দূরে সরিয়ে দিচ্ছে" এ ধরনের প্রশ্নগুলোর উত্তর খোজার চিন্তা মাথাতেই আসে না।

৫. রাজনীতিতে ভোটের গুরুত্ব এখনো তারা বুঝতে পারে নাই।

৬. নির্বাচনের ক্যাম্পিংয়ের ব্যপারটি ভোটের একমাস আগে মাথায় আসে।

৭. (আগামী) মার্চের নির্বাচন সম্ভবত হবেইনা এরকম আচরণ করে।

তুর্কি ভাষায় মূল আর্টিক্যাল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ