আওয়ার ইসলাম : ভারতীয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্র পরিচালনার ভুল-ত্রুটি নিয়ে কথা বলেছেন। তিনি ভারতকে উপমহাদেশের দ্বিতীয় নিকৃষ্ট দেশ বলে আখ্যায়িত করেছেন। এক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ বিষয়ে মুখ খুলেছেন বলে দৈনিক আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা গেছে।
রোববার নয়াদিল্লিতে অর্থনীতিবিদ জঁ দ্রেজের সঙ্গে যৌথভাবে লেখা ‘অ্যান আনসার্টেন গ্লোরি: ইন্ডিয়া এন্ড ইটস কন্ট্রাডিকশন’ বইয়ের হিন্দি অনুবাদ, ‘ভারত অউর উসকে বিরোধাভাস’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অমর্ত্য সেন দেশের নানাদিক নিয়ে কথা বলার সময় মোদির বিভিন্ন নীতিকে ত্রুটিযুক্ত সাব্যস্ত করেন।
মোড়ক উন্মোচন পরবর্তী বক্তৃতায় তিনি বলেন, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশ ভুলের দিকে একলাফ এগিয়ে গেছে। দিনদিন পরিস্থিতির অবনতি হচ্ছে। উপমহাদেশে পাকিস্তানের পর এখন ভারত দ্বিতীয় নিকৃষ্ট দেশ।
তিনি বলেন, অর্থনীতিতে দেশ খুব দ্রুত পশ্চাদগামী হচ্ছে। মোদি সরকারের ভুল নীতির কারণে দেশের অবস্থা খারাপের দিকে যাচ্ছে।
তিনি উপমহাদেশের ২০ বছর আগের চিত্র তুলে ধরে বলেন, শ্রীলঙ্কার পর ভারতই ছিল এ অঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ দেশ। এখন আমাদের দেশ পাকিস্তানের পর সবচেয়ে নিকৃষ্ট দেশে পরিণত হয়েছে।
বরাবরই এ নোবেল বিজয়ী অর্থনীতিক মোদি সরকারের বিরুদ্ধাচরণ করে আসছে। তার এ বিরুদ্ধাচরণের কারণে বিভিন্ন সময় বিজেপি নেতাদের আক্রমণের শিকারও হয়েছেন।
ঢাবি এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করল প্রশাসন
এসএস