বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত?

হাতিরঝিল থানার কার্যক্রম শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তালিকায় হাতিরঝিল থানা নামে আরেকটি নতুন থানা যুক্ত হল। শনিবার বিকেল সাড়ে ৪টায় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে থানার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

হাতিরঝিলের পুরো এলাকাসহ রমনা, তেজগাঁও শিল্পাঞ্চল ও রামপুরা থানার কিছু অংশ নিয়ে গঠিত হয়েছে নতুন এই হাতিরঝিল থানা। এটি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০ তম থানা। এই থানা তেজগাঁও বিভাগের অন্তর্ভুক্ত।

ইতোমধ্যে হাতিরঝিল থানা ভবন প্রস্তুত ও প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফা কামাল উদ্দীন সচিব জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ জনাব ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সভায় সভাপতিত্ব করেন কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ আসাদুজ্জামান মিয়া।

জানা গেছে, নতুন এ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন আবু মো. ফজলুল করিম, ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন ও ওসি অপারেশনের দায়িত্ব পালন করবেন এস কে খোদা নেওয়াজ।

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ নভেম্বর হাতিরঝিলে নতুন থানা স্থাপনের অনুমোদন দেয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

হাতিরঝিল থানায় যোগাযোগের নম্বর
অফিসার ইনচার্জ (হাতিরঝিল থানা) : ০১৭৬৯৬৯৫১০০
এসি (তেজগাঁও শিল্পাঞ্চল জোন) : ০১৭১৩৩৯৮৫৪৫
এডিসি (তেজগাঁও শিল্পাঞ্চল জোন, তেজগাঁও বিভাগ) : ০১৭১৩৩৯৮৫৫৮
ডিসি (তেজগাঁও বিভাগ) : ০১৭১৩৩৭৩১৭৫।

আরও পড়ুন : নান্দনিক হাতিরঝিলে নামাজে ভোগান্তি

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ