সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারী কমিশনের প্রস্তাবনা, অসভ্যতা প্রসারের নীল নকশা: নেজামে ইসলাম জামায়াতের সঙ্গে মতভিন্নতা আছে, শত্রুতা নয়: মাওলানা ফজলুর রহমান মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’

রাবির ভর্তি পরীক্ষায় থাকছে না এমসিকিউ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো এমসিকিউ এর পরিবর্তে লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার্থীদের অর্থ সাশ্রয় ও ভোগান্তি কমাতে ভর্তি পরীক্ষার ধরনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

তিনি বলেন, ‘মেধা যাচাইয়ে এমসিকিউ পরীক্ষার বিষয়ে নানান কথাবার্তা আছে। তাই এ বছর থেকে আমরা সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ভর্তি উপ-কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী দুই ঘণ্টায় ১০০ মার্কসের পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। তবে এটা প্রাথমিক একটা সিদ্ধান্ত। ভর্তি কমিটির সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

নতুন এ পদ্ধতিতে পরীক্ষার্থীদের ভোগান্তি ও অর্থ সাশ্রয় হবে জানিয়ে উপ-উপাচার্য বলেন, ‘এর আগে অনেকদিন ধরে অনেকগুলো ইউনিটে পরীক্ষা নেওয়া হতো।

পরীক্ষার্থীদের ভোগান্তি ও অর্থ সাশ্রয়ের বিষয়টি বিবেচনা করে এবার ইউনিট কমিয়ে ৪টি ইউনিটে দুই দিনে পরীক্ষা নেওয়া হবে।

প্রাথমিকভাবে আগামী ২২ ও ২৯ অক্টোবর তারিখে পরীক্ষার দিন ঠিক করা হয়েছে। তবে ২৯ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় ভর্তি কমিটির সভায় তারিখ পরীবর্তন করা হবে।’

রোহিঙ্গাদের ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ