বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


সিটি নির্বাচন: সিলেটে ২০ দলীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এমদাদুল হক ফয়জি: ৩০ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নেতৃবৃন্দের সমন্বয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার লক্ষ্যে
বৃহস্পতিবার রাতে নগরীর কাজিটুলাস্থ সদর উত্তর বিএনপি’র কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম. এ. হক কে আহবায়ক এবং বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটি ক্ষুদ্র ঋন বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক কে সদস্য সচিব মনোনিত করা হয়।

সভায় কুরআন তেলাওয়াত করেন খেলাফত মজলিসের সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ২০দলীয় জোট ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিজয় সুনিশ্চিত।

বক্তারা আরোও বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, ভোটের অধিকার ফিরিয়ে আনতে নগরবাসী তাদের ভোট দেয়ার জন্য উদগ্রিব হয়ে আছে।

তাদের পছন্দের প্রার্থীকে পছন্দের প্রতীকে তারা ভোট দিতে চায়। এ জন্য কেন্দ্রীয় ২০ দলীয় জোটের নির্দেশনা মেনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতে এক যোগে কাজ করার আহবান জানান তারা।

সভায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব।

বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটি ক্ষুদ্র ঋন বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট নুরুল হক, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান।

ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরীর সভাপতি প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক, বাংলাদেশ লেবারপার্টি’র কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান ও সিলেট মহানগর লেবারপার্টির সভাপতি মাহবুবুর রহমান খালেদ, বিজেপি সিলেট বিভাগের আহবায়ক মোজাজ্জেম হোসেন লিটন, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সিনিয়র সহসভাপতি মুফতি আবুল কারিম হক্কানী, মহানগর বিএনপির সহসভাপতি সালেহ আহমদ খছরু, হুমায়ুন কবীর শাহীন।

এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, ফখরুল ইসলাম ফারুক, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সরকার, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা রফিক বিন সিকান্দর, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের সহসভাপতি মাওলানা আ ফ ম কামাল চৌধুরী।

মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, এলডিপি সিলেট মহানগর শাখার সভাপতি সায়েদুর রহমান চৌধুরী, এলডিপি সিলেট জেলা সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জাগপা সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি শাহজান আহমদ লিটন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক।

মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাশুক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, মো. ময়নুল হক, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।

মো. আবুল কাশেম, মহানগরের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমদ মুকুল, এনডিপি সিলেট মহানগরের সভাপতি জসিম উদ্দিন, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরীর যুগ্ম সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাসুদ আহমদ।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় যুব জমিয়তের আহবায়ক আক্তারুজ্জামান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার আহমদ, সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সিলেট মহানগর জমিয়তের সহ সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান।

যুব জমিয়ত সিলেট জেলা নির্বাহী সদস্য মুফতি আমিনুর রশিদ, ইসলামী ঐক্যজোটের হাফিজ আব্দুন নূর, মহানগর ইসলামী ঐক্যজোটের সহভাপতি মাওলানা মুজাম্মিল হক, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান দিপু, সিলেট জেলা যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন।

মহানগর বিএনপির সদস্য শাহনেওয়াজ বক্ত চৌধুরী, বিএনপি’র সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, ইসলামী ঐক্যজোটের সিলেট মহানগরের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল মালিক, সহ প্রচার সম্পাদক হাফিজ আলী আকবর, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান।

খেলাফত মজলিসের মাওলানা মখলিছুর রহমান, মাওলানা ওলিউর রহমান, বিএনপি নেতা দেলওয়ার হোসেন জয় প্রমূখ।

সভায় মহানগর বিএনপির সহসভাপতি সালেহ আহমদ খছরু ও কামরুল হাসান শাহীনের বাসায় পুলিশী তল্লাসীর নিন্দা জানানো হয়।

দাওরায়ে হাদিসে মেধা তালিকায় শীর্ষ যারা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ