বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


শাহজালাল বিমানবন্দর থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকার শুল্ক গোয়েন্দা বিমানবন্দর এবং কাস্টম হাউস। উদ্ধারকৃত স্বর্ণের ওজন তিন কেজি ২৪ গ্রাম, যার মোট মূল্য প্রায় এক কোটি ৫০ লাখ ১৩ হাজার।

বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরের ৫নং স্ক্যানিং গেট থেকে স্ক্যান করার সময় লাগেজের ইমেজে স্বর্ণের বারের মতো বস্তু পাওয়া যায়। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজ খুলে বিশেষ কায়দায় লুকায়িত স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দার বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে হেভি লাগেজ গেট দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। তবে কোন গেটে দিয়ে স্বর্ণ বিমানবন্দরে প্রবেশ করবে তার সঠিক তথ্য না পাওয়ায় শুল্ক গোয়েন্দা ও কাস্টমস হাউসের সদস্যরা সব হেভি লাগেজ গেটে গোপনে অবস্থান নেয়।

৫নং হেভি লাগেজ গেটে একটি লাগেজ অনেক সময় ধরে পড়ে থাকতে দেখে তা স্ক্যান করা হয়। মালিকবিহীন ল্যাগেজটি কাউন্টারে নিয়ে এসে বিশেষ কায়দায় লুকায়িত স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ