শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার

রোহিঙ্গাদের ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি) রোহিঙ্গা শরণার্থীদের প্রাথমিক অবকাঠামো ও সেবার জন্য ১০০ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে এ। এটি বাংলাদেশকে দেওয়া এডিবির একটি সহায়তা প্যাকেজের প্রথম ধাপ।

শুক্রবার (৬ জুলাই) সহায়তা প্যাকেজের প্রথম ধাপে ১০০ মিলিয়ন ডলার অনুমোদন দেওয়া হয়েছে বলে এডিবির কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

কক্সবাজারে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে। এতো সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। গত বছরের আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় তারা।

এডিবির তহবিল এজেন্সির সভাপতি তাকেহিকো নাকাও আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এডিবির প্রজেক্টের প্রথম ধাপের অর্থ সহায়তা রোহিঙ্গাদের প্রাথমিক অবকাঠামো ও সেবার জন্য সরবরাহ করা হবে। যা রোহিঙ্গাদের অনাহার, রোগ ও দুর্যোগের মতো ঝুঁকি কমাতে সাহায্য করবে।

চলতি বছরের মে মাসে ম্যানিলায় এডিবির বার্ষিক বৈঠকে বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য সাহায্য তহবিল চায়। এ তহবিলে বাংলাদেশ ২০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে। বাংলাদেশ ও এডিবির যৌথ সহায়তায় প্রথম ধাপে এ অর্থ সহায়তার পরিমাণ দাঁড়াবে ১২০ মিলিয়ন ডলার। প্রথম ধাপে ২ থেকে আড়াই বছরে এই সহায়তা ব্যয় দেওয়া হবে।

এ প্রজেক্টের আওতায় ক্যাম্পে যাওয়ার সংযোগ সড়ক সংস্কার করা হবে। যাতে প্রয়োজনীয় খাদ্য মজুদ ও সরবরাহ কেন্দ্র, হাসপাতাল, বিদ্যালয় এবং অন্য জরুরি স্থানগুলোতে যাতায়াত সহজ হবে।

এছাড়া সাইক্লোন ও বর্ষা মৌসুমের ঝড় বিপর্যয় মোকাবিলা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ, ভূমিধস রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে।

তুরস্কে বাংলাদেশের সুনাম ছড়াচ্ছেন আহমদ আমীন

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ