শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


সৌদি আরবে সড়ক দুর্ঘটনা; যাদের পরিচয় মিলেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হবার খবর পাওয়া গেছে। গণমাধ্যমের খবরে প্রকাশ, বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে একটি মিনিবাসে করে ডিউটিতে যাচ্ছিলেন প্রবাসীরা।

এ সময় বাসটির চাকা বিস্ফোরিত হয়ে পাশে ছিটকে পড়লে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুটির সাথে বাসটি ধাক্কা খায়। এতে হতাহতের এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১২ জন।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সৈয়দ হোসেন ও একই উপেজলার আওড়িয়া ইউনিয়নের দত্ত পাড়া গ্রামের ইস্রাফিল শেখ, মাগুড়া জেলার মুহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের দেওলি গ্রামের শাহ আলম।

বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, জেদ্দার মোহাম্মদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিনিবাসটিতে সব মিলিয়ে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাড়িটির চালক ছিলেন একজন পাকিস্তানি। তিনি দ্রুতগতিতে গাড়িটি চালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

জেদ্দা কনস্যুলেট ও রিয়াদের বাংলাদেশ দূতাবাস ঘটনার খোঁজ-খবর নিচ্ছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ