মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


আগামী সপ্তাহে শপথ নিচ্ছেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান নতুন নির্বাহী ব্যবস্থায় আগামী ৯ জুলাই শপথ নিচ্ছেন। প্রেসিডেন্টের সূত্রের বরাত দিয়ে আনাদলু এজেন্সি বুধবার এ তথ্য জানায়।

শপথ অনুষ্ঠান স্থানীয় সময় ৪টার দিকে তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত সংসদে অনুষ্ঠিত হবে।

এদিকে, ২৪ জুন তুরস্কের নির্বাহী ব্যবস্থায় পরিবর্তন হয়েছে। এটি প্রধানমন্ত্রীর পদবিতে পরিবর্তিত হয়েছে। এরদোগান সোমবার কেবিনেট সদস্য ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানকে আরও ক্ষমতা দিয়ে একটি ডিক্রি জারি করা হয়েছে। দেশটি যখন পূর্ণমাত্রায় প্রেসিডেন্টের শাসনব্যবস্থার দিকে যাচ্ছে তখন এরদোগানকে নতুন করে ক্ষমতা দেয়া হলো।

বুধবার আনুষ্ঠানিকভাবে একটি গেজেট প্রকাশ করা হয়েছে। এ ডিক্রির মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় বন্ধ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদেরকে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের কার্যালয়ের অধীনে আনা হয়েছে।

নতুন এ ডিক্রিতে প্রেসিডেন্ট এরদোগানকে আরও কিছু ক্ষমতা দেয়া হয়েছে যার ফলে তিনি জাতীয় সংসদকে এড়িয়ে মন্ত্রিসভা গঠন ও মন্ত্রীদের নিয়ন্ত্রণ করতে পারবেন। পাশাপাশি তিনি দেশের সিভিল সার্ভেন্টদেরকেও প্রয়োজনে বরখাস্ত করতে পারবেন।

আরও পড়ুন : নতুন ক্ষমতা পেলেন এরদোগান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ