শনিবার, ১১ মে ২০২৪ ।। ২৮ বৈশাখ ১৪৩১ ।। ৩ জিলকদ ১৪৪৫


দেরা প্রদেশ নিয়ন্ত্রণের দাবি আসাদ সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বিদ্রোহীদের কাছ থেকে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। মঙ্গলবার, বিদ্রোহী নিয়ন্ত্রিত সবশেষ অঞ্চল বুসরা আল শাম পুনরুদ্ধারের মধ্য দিয়ে প্রদেশটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা।
এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, সমঝোতার ভিত্তিতে সবপক্ষকেই সিরিয়া ও ইসরাইলের মধ্যে 'সেনা পৃথকীকরণ চুক্তি' মেনে চলতে হবে। সিরীয় কিংবা এর অন্য কোন মিত্রবাহিনী নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করে হামলা চালানোর চেষ্টা করলে তার উপযুক্ত জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

একদিকে যখন পূর্ব গৌতায় একটু একটু করে স্বাভাবিক হচ্ছে জনজীবন, অন্যদিকে তখন দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত সবশেষ অঞ্চলটি পুনর্দখলের মধ্য দিয়ে প্রদেশটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি বাহিনী।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ