শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন ১৬৫ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ২০০৫ সালে প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন ১৬৫ শিক্ষার্থী। ২০১৭ সালের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নিজ নিজ অনুষদের পরীক্ষায় সবোচ্চ নম্বর ও জিপিএ পাওয়া কৃতী শিক্ষার্থীরা এ পদকে ভূষিত হবেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আগামী ২৫ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিছেন ইউজিসি চেয়ায়েরম্যান অধ্যাপক আবদুল মান্নান

ইউজিসি চেয়ারম্যান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক প্রদান করবেন।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীরা যেন আরো ভালো লেখাপড়া করতে পারে। শিক্ষার্থীরা যেন পড়ালেখায় মনোযোগ বাড়িয়ে আরো ভালো ফলাফল করতে পারে। উন্নত শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা যেন দেশ গড়ার কাজে এগিয়ে আসতে পারে সে লক্ষ্যে ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়।

তুরস্কে প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারি করছে এরদোগান

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ