শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ইন্টারনেট ভ্যাট তুলে নেয়ার দাবি উদ্যোক্তাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্য প্রযুক্তির প্রসারে প্রস্তাবিত বাজেটে ইন্টারনেটের ওপর ভ্যাট তুলে নেয়ার দাবি করেছে আইসিটি খাতের উদ্যোক্তারা।

দুপুরে রাজধানীর একটি হোটেলে আইটি খাতের সাতটি সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অ্যামটব মহাসচিব বলেন, বর্তমানে একশ টাকায় ২১ টাকা ৭৫ পয়সা ভ্যাট দেয় গ্রাহকরা। এতে বছরে রাজস্ব আসে মাত্র ১১শ কোটি টাকা।

কিন্তু ইন্টারনেটের ওপর ভ্যাট তুলে নিলে দীর্ঘমেয়াদে পাঁচ হাজার কোটি টাকার সমান সুবিধা পাবে সরকার। যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।

এদিকে, দেশে মোবাইল সংযোজনের ক্ষেত্রেও ভ্যাট কমানোর দাবি তোলেন তারা। বেসিসের সভাপতি আলমাস কবির বলেন, আমদানি করা সব ধরণের সফটওয়্যারের ওপর কর তুলে নেয়ায় দেশে তৈরি সফটও্যারে বিরুপ প্রভাব পড়বে।

ইন্টারনেটের খরচ কমানোর ৫ উপায়


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ