শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়া উপকূলে শরনার্থীবাহী নৌকাডু্বির ঘটনায় শিশুসহ কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন লিবিয়ার কোস্টগার্ড, এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

নৌডুবির পর মাত্র ১৬ জনকে উদ্ধার করতে পেরেছে কোস্টগার্ড। এ ঘটানা ঘটেছে শুক্রবার। উদ্ধারকাজ এখনো চলছে। ইঞ্জিনের ভয়াবহ বিস্ফোরণে কারণেই নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ক্রিস্টিন পিটার জানান, উন্নত জীবনের আশায় তারা সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যাচ্ছিল।

ক্রিস্টিন পিটার বলেন, ‘এখনো কতজন নিখোঁজ আছে আমরা জানিনা। ঘটনাস্থলে চিকিৎসকদের পাঠানো হয়েছে।’

পৃথক ঘটনায় লিবিয়ার কোস্টগার্ড প্রায় ৩৪৫ জন অভিবাসীকে উপকূলে ফিরিয়ে নিয়ে গেছে। ২০১৮ সালে প্রায় ১০ হাজার ২০০ জনকে লিবিয়ায় ফিরিয়ে নেওয়া হয়। তারা সবাই সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাচ্ছিল।

তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ