বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


তিন সিটিতে ইসলামী আন্দোলনের প্রার্থী যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

আসন্ন রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হয়ে তিন মেয়রপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বরিশাল সিটি করপোরেশনে হাফজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব। তিনি সংগঠনের সাবেক জেলা সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।

সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান । প্রফেসর মোয়াজ্জেম হোসেন  ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনিসক বিভাগের বিভাগীয় প্রধান।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের ডা. মোয়াজ্জেম হোসেন  বলেন, আমি নগর পিতা হওয়ার জন্য লড়ছি না, নগরের সেবক হওয়ার জন্য কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, মানুষ পরিবর্তন চায়, কিন্তুদুটি দলের বাইরে কোনও দল নেই। যারা আছে তারাও ওই দুই দলের সঙ্গে জোটবদ্ধ। ইসলামী আন্দোলন সেই বিকল্প হিসেবে মানুষের আগ্রহের জায়গায় রয়েছে। গত নির্বাচনগুলোতেও তা উঠে এসেছে।’

এছাড়াও, রাজশাহী সিটি করপোরেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন মো. শফিকুল ইসলাম।

উল্লেখ্য, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে আগামী ৩০ জুলাই ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থিতার জন্য এই তিন সিটি করপোরেশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ ২৮ জুন। যাচাই-বাছাই হবে ১ ও ২ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই।

আরও পড়ুন : তিন সিটিতে ২২ মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র দাখিল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ