বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


‘তালেবানের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ চায় আফগান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: আফগান সরকারের দেয়া যুদ্ধবিরতির সময় বৃদ্ধির প্রস্তাব তালেবানের প্রত্যাখ্যানের পর আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি গত শনিবার আনুষ্ঠানিকভাবে তালেবানের বিরুদ্ধে পূণরায় সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন।

এক সাংবাদিক সম্মেলনে গনি জানান, যুদ্ধবিরতির সময় শেষ হয়েছে এবং আফগান নিরাপত্তা ও প্রতিরক্ষাবাহিনীকে তাদের সামরিক অভিযান পূণরায় শুরু করার অনুমতি দেয়া হয়েছে।

একই সাথে তিনি তালেবানকে শান্তিপ্রচেষ্টায যুক্ত করার চেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দেন।

তিনি আরো বলেন, যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ব ও জনগণের ব্যাপক সাধুবাদ পেয়েছি আমরা। মানুষ সরকার ও তালেবানকে শান্তির দাবি জানিয়ে আসছে।

তিনি মনে করেন, সরকার এ আহবানে একমত, কিন্তু এখন তালেবানের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপের পালা।

আফগান প্রেসিডেন্ট আরো বলেন, আফগান জনগণের একমাত্র দাবি যুদ্ধ শেষ করা এবং শান্তির ব্যবস্থা করা।

গত ১৮ জুন তালেবানরা আফগান প্রেসিডেন্টের যুদ্ধবিরতি-বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করে। যে যুদ্ধবিরতি ঈদ উপলক্ষে আফগান বাহিনী ও তালেবানের মধ্যে সম্পাদিত হয়েছিল।

সূত্র: আরাবি ২১


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ