বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


সহস্রাধিক রুশ সেনা প্রত্যাহার হলো সিরিয়া থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সিরিয়া থেকে ১ হাজার ১৪০ জন রুশ সেনা ও ২৭টি বিমান প্রত্যাহার করা হয়েছে।

গত কয়েক দিনে এসব সেনা ও বিমান প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইরানি গণমাধ্যম প্রেসটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ক্রেমলিনের এক অনুষ্ঠানে দেয়া বক্তব্য পুতিন বলেন, আপনারা জানেন যে, আমি সিরিয়ার হামেইমিম বিমানঘাঁটি পরিদর্শনে যাওয়ার সময় থেকেই দেশটির ভূখণ্ড থেকে আমাদের সৈন্যদের ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। এখনো এ কার্যক্রম অব্যাহত আছে।

তিনি বলেন, গত কয়েক দিনে ১৩টি জঙ্গিবিমান, ১৪টি হেলিকপ্টার এবং ১ হাজার ১৪০ জন সেনা ফিরিয়ে আনা হয়েছে। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার হামেইমিম বিমানঘাঁটি সফর করেন পুতিন।

প্রেসিডেন্ট পুতিন বলেন, সেনা প্রত্যাহার করে নেয়ার কাজ এখনো অব্যাহত রয়েছে। রাশিয়ার বিমানবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় সিরিয়ার সেনাবাহিনী এরই মধ্যে দেশটির বেশিরভাগ ভূখণ্ড সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে থেকে পুনরুদ্ধার করায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়া সরকারের অনুরোধে রাশিয়া আইএস সন্ত্রাসীদের ওপর বিমান হামলা চালিয়ে আসছিলো। সূত্র: প্রেসটিভি

নো-ম্যান্স ল্যান্ডে মিয়ানমারের গুলি; রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ