শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১০০ অভিবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লিবিয়া উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ফলে প্রায় এক শ’ অভিবাসী নিখোঁজ রয়েছে এবং তাদের প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কোস্টগার্ড এ খবর জানিয়েছে।

গতকাল শুক্রবার এক কর্মকর্তা জানান, রাজধানী ক্রিপোলির পূর্ব দিকের উপকূল থেকে ওই নৌকার ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। দুর্ঘটনার সময়ে নৌকায় আসলেই কতজন অরোহী ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, অভিবাসীবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ভূমধ্যসাগরকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্ত বলে বর্ণনা করেছে। গত বছর উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে এই সাগর পাড়ি দিতে গিয়ে ৩,১১৬ জনের প্রাণহানি ঘটে।

আরও পড়ুন : লিবিয়া উপকূল থেকে ৩ শতাধিক অভিবাসী উদ্ধার


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ