শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


কানাডার প্রধানমন্ত্রীকে ১০০ ডলার জরিমানা করল আদালত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উপহার হিসেবে দুটি সানগ্লাস নিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কিন্তু সময় মতো উপহারের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেন নি। আর এজন্যই তাকে জরিমানা করা হলো ১০০ ডলার। আর জরিমানা করেছে সেদেশের পার্লামেন্টের নীতিশাস্ত্র পর্যবেক্ষকরা।

সিবিসির খবরে বলা হয়, উপহার হিসেবে ৫০০ ডলার মূল্যমানের সানগ্লাস দু’টি গ্রহণের ৩০ দিনের মধ্যে এ বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা দেননি ট্রুডো। এতে ‘স্বার্থের সংঘাত’ বা ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আইনের’ অধীনে তাকে ১০০ ডলার জরিমানা করা হয়েছে উল্লেখ করেন পার্লামেন্টের নীতিশাস্ত্র পর্যবেক্ষকরা।

আর জরিমানা ও যথাসময়ে পরিশোধ করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ১৮ জুন তিনি তার জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেন।

কানাডার ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আইনের’ অধীনে, সরকারি দায়িত্বে থাকা কর্মকর্তা, কর্মচারী যদি ২০০ ডলার বা তার বেশি মূল্যের কোনো উপহার পেয়ে থাকেন তাহলে অবশ্যই তা প্রাপ্তির ৩০ দিনের মধ্যে জনসমক্ষে জানাতে হবে বা প্রকাশ করতে হবে। তবে ট্রুডো তেমনটি করতে ব্যর্থ হওয়ায় তাকে এ জরিমানা গুণতে হয়েছে।

আরও পড়ুন : মিয়ানমারের ৭ সেনার বিরুদ্ধে ইইউ ও কানাডার অবরোধ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ