বুধবার, ০৮ মে ২০২৪ ।। ২৫ বৈশাখ ১৪৩১ ।। ২৯ শাওয়াল ১৪৪৫


নেদারল্যান্ডসে নেকাব ও বোরকায় আংশিক নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : মুসলিম নারীদের নেকাব ও বোরকার ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে নেদারল্যান্ড সরকার। তবে সবাই যার যার পছন্দের পোশাক পরার স্বাধীনতা ভোগ করতে পারবে বলে জানানো হয়েছে। খবর দ্যা ইন্ডিপেন্ডেন্ট-এর।

এতে বলা হয়েছে ‘মুখ ঢাকা থাকে এমন পোশাক’ বিশেষ করে বোরকা ও নেকাব পরে প্রকাশ্যে চলাফেরায় ওই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এর অধীনে শুধু চুল ঢেকে থাকে এমন হিজাব পরার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। এ নিয়ম প্রযোজ্য হবে গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান যেমন হাসপাতাল ও সরকারি অফিসগুলোতে।

দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষ এ নিষেধাজ্ঞা ভোটে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। তবে এর আওতায় রাস্তাঘাট আসবে না। যদিও রাস্তায় পুলিশ কোনো নারীকে তার মুখের পর্দা সরাতে বলতে পারেন, তাকে সনাক্ত করার জন্য।

আরও পড়ুন : সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে রাশিয়া


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ