বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
ফের ৩ দিনের হিট অ্যালার্ট জারি, হতে পারে বৃষ্টি যুদ্ধ কখনোই কোনো সমাধান দিতে পারে না: প্রধানমন্ত্রী সব ডিসি-এসপির সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার ‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা

তিন সিটিতে ২২ মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: আসন্ন রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে তিন সিটিতে মনোনয়নপত্র দাখিলের জন্য নির্ধারিত শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত মোট ২২ জন মেয়রপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

বরিশাল সিটি নির্বাচনে ৭ জন মেয়রপ্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন। এরা হলেন, আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিএনপির সাবেক এমপি অ্যাড. মজিবর রহমান সরোয়ার, জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, সিপিবির অ্যাড. একে আজাদ, বাসদের ডা. মনীষা চক্রবর্তী এবং জাপার বিদ্রোহী প্রার্থী বশিল আহম্মেদ ঝুনু।

এছাড়াও ৩০টি সাধারণ এবং ১০টি সংরক্ষিত আসনের বিপরীতে প্রায় ৮০ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থি বদর উদ্দিন আহমদ কামরান, জামায়াত মহানগর আমীর এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মহানগর শাখার সেক্রেটারী বদরুজ্জামান সেলিম, স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, সিপিবি-বাসদের আবু জাফর, স্বতন্ত্র প্রার্থী কাজী জসিম উদ্দিন ও মোক্তাদির হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে আরিফ, কামরান, সেলিমসহ ৭ জন বৃহস্পতিবার এবং জুবায়ের ও মোয়াজ্জেম হোসেন বুধবার মনোনয়নপত্র জমা দেন।

অন্যদিকে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রাজশাহীতে মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শফিকুল ইসলাম, জাতীয় পার্টির (এরশাদ) ওয়াসিউর রহমান দোলন, হাবিবুর রহমান (স্বতন্ত্র), গণসংহতি আন্দোলনের (স্বতস্ত্র) অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ।

এছাড়া রাসিকের ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৭৩ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৫২ জন নারী মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে আগামী ৩০ জুলাই ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থিতার জন্য এই তিন সিটি করপোরেশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ ২৮ জুন। যাচাই-বাছাই হবে ১ ও ২ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই।

আরও পড়ুন : তিন সিটিতে আ.লীগের মেয়রপ্রার্থী লিটন, কামরান ও সাদিক

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ