শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক রাষ্ট্রপতি নির্বাচনসহ যেসব সুপারিশ সংস্কার কমিশনের বাংলাদেশিদের সুখবর দিলো ইতালি, পুনরায় ভিসা দেওয়ার সিদ্ধান্ত হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে কোনো সাফাই নয়: সারজিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে সিলেট মহানগর জমিয়তের শোক পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু দাবি পূরণে ৭ দিনের আল্টিমেটাম ব্যাটারিচালিত রিকশাচালকদের

আলেম সাংবাদিক কেন প্রয়োজন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ইন্টারনেটে বিদেশী ভাষায় ইসলামের যত বিষয় ও তথ্য উপাত্ত পাওয়া যায় তার চার ভাগের এক ভাগও নেই বাংলায়। আবার ইসলাম বিষয়ে গুগল সার্চে যে পরিমাণ তথ্য উপাত্য আসে তার অধিকাংশই বিতর্কিত ও ভুল আকিদার।

মানুষ এখন শেখা ও জানার জন্য ইন্টারনেটমুখি। কিন্তু দীনি বিষয়ের তথ্যের স্বল্পতা মানুষকে ভিন্নমুখী করতে তুলছে দিন দিন। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন মিডিয়ায় দাওয়াতি কাজের আধিক্য এবং নৈতিক সাংবাদিকতা।

এসব বিষয়কে সামনে রেখেই অলনাইন পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজন করেছে বছরব্যাপী সাহিত্য ও সাংবাদিকতা কোর্স। বিগত বছরের মতো এবারও যথা সময়ে শুরু হবে ক্লাস। তার আগে এখন চলছে ভর্তি।

গত ৮ শাওয়াল থেকে ভর্তি শুরু হয়েছে এ কোর্সের। আবাসিক ব্যবস্থাপনায় বছরমেয়াদী এ কোর্সের ক্লাস সিস্টেম কওমি মাদরাসার অন্যান্য শ্রেণির মতোই। এতে ক্লাস নিয়ে থাকেন বিভিন্ন ইসলামিক স্কলার, লেখক ও সাংবাদিকগণ।

কোর্সটির সার্বক্ষণিক পরিচালনায় নিযুক্ত রয়েছেন লেখক তৈরির কারিগর আইয়ুব বিন মঈন। আছেন বিশিষ্ট লেখক, অনুবাদক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন।

কোর্সটি কেবল লেখালেখি শিখতে আগ্রহীদের জন্যই নয় বরং যারা নিজেদের বিশুদ্ধভাষী হিসেবে গড়ে তুলবে চান কিংবা ওয়াজের মাঠে কাজ করতে চান কিংবা হতে চান ইমাম খতিব তাদের জন্যও উপকারী।

মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন জানান, আমাদের প্রচেষ্টা এমনই। আমরা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ উপযোগী করে গড়ে তুলতে সচেষ্ট।

কোর্সের সমন্বয়ক হুমায়ুন আইয়ুব বলেন, বহু তরুণ লেখালেখি করতে আগ্রহী কিন্তু সঠিক পথ নির্দেশের অভাবে এর থেকে পিছিয়ে থাকেন বা সফল হতে পারেন না। সেসব নবীন ও তরুণ আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ কোর্স হবে সাফল্যের সিঁড়ি।

আবাসিক অনাবাসিক উভয় নিয়মে ভর্তি হওয়া যাবে। ভর্তির জন্য প্রয়োজনীয় সব যোগাযোগের জন্য নিজের নাম্বারে কল করুন- 01917375299, 01515604155, 01821994998।

No automatic alt text available.


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ