শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মুগর খাল কেন্দ্রে আড়াই ঘণ্টাতেই ব্যালট পেপার শেষ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে। এরই মধ্যে নগরীর ১৭নং ওয়ার্ডের মুগর খাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র নৌকার প্রতীকের পক্ষের লোকজন দখলে নিয়েছেন বলে জানা যায়।

ওই কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের কর্মীরা। পরে তারা কেন্দ্রে ঢুকে ব্যালট নিয়ে নৌকা মার্কায় সিল মারতে থাকেন।

বর্তমানে ওই কেন্দ্র ব্যালট পেপার সংকট রয়েছে। কেন্দ্রের বাইরে ভোটাররা দাঁড়িয়ে অপেক্ষা করলেও ব্যালট পেপার না থাকায় সেখানে ভোটগ্রহণ থেমে আছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করলেও সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার ভোটকেন্দ্রে তার এজেন্টদের মারধরসহ গ্রেফতারের অভিযোগ তুললেও সেটি অস্বীকার করেন আওয়ামী লীগ প্রার্থী মো. জাহাঙ্গীর আলম।

গাজীপুর সিটির ভোটযুদ্ধ চলছে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ