বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

ভোট দিলেন মাওলানা নাসির উদ্দিন ও ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: গাজীপুর সিটি নির্বাচনে জনগণের পাশাপাশি সকাল সকাল মেয়রপ্রার্থীরাও ভোট দিয়েছেন।

জানা যায়, টঙ্গী কলেজ কেন্দ্রে ভোট প্রয়োগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা নাসির উদ্দিন।

সকাল সাড়ে ৯ টার দিকে তিনি ভোট দেয়ার পর সাংবাদিকদের বলেন, ভোট গ্রহণ সুষ্ঠ হচ্ছে। এখন পর্যন্ত কোনো অনিয়মের খবর পাইনি। তবে তবে বেলা ১২ টার পর ভোট কেন্দ্রগুলোর ভেতরে কী হবে তা নিয়ে শংকা রয়েছে।

নাসির উদ্দিন বলেন, সুষ্ঠ ভোট হলে ফলাফল যাই হোক আমরা মেনে নেব ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলনের এ প্রার্থী জানান, ২টি কেন্দ্র ছাড়া সব কেন্দ্রেই ইসলামী আন্দোলন এজেন্ট রয়েছে।

এদিকে ইসলামী ঐক্যজোটের মেয়রপ্রার্থী আলহাজ মাওলানা ফজলুর রহমানও সকাল সকাল ভোট দিয়েছেন।

জানা যায়, সাড়ে দশটার দিকে ১৫ নং ওয়ার্ড শহীদ বৃত্তি একাডেমী কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন তিনি।

মাওলানা ফজলুর রহমান সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। কামনা করছি যেন ভালোভাবে প্রতিটি নাগরিক তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

গাজীপুর সিটিতে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপির হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী ঐক্যজোটের মাওলানা ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাত পাখা), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমীন (কাস্তে), ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমেদ (টেবিল ঘড়ি)।

এছাড়াও ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৪ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাজীপুর সিটির ভোটযুদ্ধ চলছে

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ