শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


‘গাজীপুর নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের কোনো ভিত্তি নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপি বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। মূলত এর কোনো ভিত্তি নেই।

তিনি বলেন, পুরনো এবং মুখস্থ কিছু কথা তারা অতীতের মতো আজকেও বলেছে।

তিনি ১০০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগকে চ্যালেঞ্জও করেন।

মঙ্গলবার (২৬ জুন) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর নির্বাচন পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, গাজীপুরে সুষ্ঠু ও সার্বজনীন নির্বাচন হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে আরেক সংবাদ সম্মেলনে গাজীপুরে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বলেছেন, শতাধিক কেন্দ্র দখল করে সিল মারা হয়েছে, বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের এমন অভিযোগ মিথ্যা।

জাহাঙ্গীর আলম বলেন, উনি (হাসান উদ্দিন সরকার) সম্মানিত লোক, উনাকে বলবো না বুঝে কোনো ব্লেম দেবেন না। আমি ওনাকে অনুরোধ করেছিলাম, নালিশ না করে আসুন জনগণের জন্য কী করা যায়।

মঙ্গলবার রাতে গাজীপুরের নিজ বাসভবনে সাংবাদিকদেরকে তিনি এ তথ্য জানান।

গাজীপুর সিটি নির্বাচন আপডেট; প্রাপ্ত ভোট

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ