শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


যেভাবে ভর্তি হবেন জামিয়া পটিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছানা উল্লাহ রিয়াদ, পটিয়া থেকে

দক্ষিণপূর্ব এশিয়া ও দেশের অন্যতম প্রধান দীনি বিদ্যাপীঠ আল-জামিয়া আল-ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম) পটিয়ার ১৪৩৯-১৪৪০হি. শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আজ ২৩জুন শনিবার শুরু হয়েছে। চলবে আগামী ০২ জুলাই সোমবার পর্যন্ত। পটিয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তির প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হল।

ভর্তি ফরম বিতরণ ও জমা: প্রতিদিন সকাল ৯টায় জামিয়ার শিক্ষা বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে।

ভর্তির সময় যা যা প্রয়োজন: ১৷ ভর্তি ফি ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকা। ২৷ পাসপোর্ট ও স্টাম্প সাইজের ২ কপি রঙিন ছবি। ৩৷ জন্মনিবন্ধনের ফটোকপি।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য: ১৷ নতুনদের থেকে যারা ইত্তেহাদের মারকাযি (কেন্দ্রীয়) পরীক্ষায় অংশগ্রহণ করেননি তাদের অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

২৷ ২-৩ বিষয়ে পরীক্ষা নেয়া হবে। (বি:দ্র: যারা ছুল্লাম (মানতিক) বা এ ধরনের কিতাবাদি পূর্বের মাদরাসায় অধ্যয়ন করেনি তাদের থেকে অন্য বিষয়ে পরীক্ষা নেয়া হবে।)

৩৷ ভর্তি পরীক্ষায় কমপক্ষে জইয়্যিদ হতে হবে নতুবা ভর্তির যোগ্য বিবেচিত হবে না।

৪৷ নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষা সকাল-বিকাল দু’বেলা হবে। সময় ও বিস্তারিত বিবরণ প্রতিদিন শিক্ষা বিভাগের নোটিশ বোর্ডে দেওয়া হবে।

যেসব বিভাগে ভর্তি কার্যক্রম চলবে: উচ্চতর বিভাগসমূহ

• ইফতা (ইসলামী আইন ও গবেষণা বিভাগ)
• উলূমুল হাদীস (উচ্চতর হাদীস গবেষণা বিভাগ)
• তাফসীর বিভাগ। • ক্বিরাত

• আদব (আরবি সাহিত্য বিভাগ)
• বাংলা সাহিত্য বিভাগ
বি.দ্র. উপরোক্ত বিভাগসমূহে ভর্তির জন্য দাওরায়ে হাদীস পাশ হতে হবে।

• কিতাব বিভাগ/সাধারণ বিভাগ। দোয়াজ দাহুম থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) পর্যন্ত

• নেসাবে মুখতাসার/শর্টকোর্স (জেনারেল শিক্ষায় শিক্ষিত দীনি বিষয়ে আগ্রহী ভাইদের জন্য ৬ বছর মেয়াদী শর্টকোর্স শিক্ষা সিলেবাস)

এছাড়াও রয়েছে- • মুতাফার্রিক্বাহ। • হিফজ বিভাগ। • নাজেরা বিভাগ। • নুরানি বিভাগ।

আর নয় ঘাড় ব্যথা; এলো হিজামা (কাপিং থেরাপি)

দিকনির্দেশনা : • পুরাতন ছাত্রদের ক্ষেত্রে যারা বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য ও মাকবুল (৩য় শ্রেণি) হয়েছে তাদেরকে পরবর্তী ক্লাসে তারাক্কী (উন্নিত) দেওয়া হবে না। পূর্বের শ্রেণীতে পাঠগ্রহণ করতে হবে।

• ইফতা (ইসলামি আইন) বিভাগের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী ইফতা বিভাগের নোটিশ বোর্ডে প্রদত্ত।

• কক্সবাজার জেলা হতে ভর্তিচ্ছুক সকল ছাত্রকে ভর্তি হওয়ার সময় নাগরিক সনদ (চেয়ারম্যানের প্রত্যয়নপত্র) সাথে রাখতে হবে।

• নতুন-পুরাতন ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা নামাজের পরে মসজিদে জানিয়ে দেওয়া হবে।

মাসিক খোরাকি : ১৷ যারা লিল্লাহ বোর্ডিং (যাকাত ফান্ড) থেকে খোরাকি গ্রহণ করতে ইচ্ছুক তাদের ভর্তি পরীক্ষায় অবশ্যয় ৮০ নাম্বার পেতে হবে৷

২৷ যারা ৮০’র নিচে নম্বর পাবে তাদের এককালীন টাকা আদায় করতে হবে (যা রেজাল্ট হিসেবে বিবেচিত হবে)।

৩৷ যারা খাস খানা খাবে তাদের নিজ দায়িত্বে প্রতি মাসে ৩০০০-৩৫০০ টাকা পর্যন্ত আদায় করতে হবে।

বি.দ্র. ভর্তিচ্ছুক ছাত্রদের জামিয়ার আল-আজিজ সাহিত্য ফোরামের দায়িত্বশীলরা সহযোগিতা করে যাচ্ছেন। প্রয়োজনে: ছানা উল্লাহ রিয়াদ : 01835296130

‘ইসলামে একসঙ্গে তিন তালাক নেই; সমাজ ভুল ধারণায় বসে আছে’

কওমি মাদরাসা নিয়ে একমুঠো ভাবনা

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ