কন্যা সন্তান জন্ম দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আওয়ার ইসলাম: প্রথম বারের মতো কন্যা সন্তানের মা হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেন (৩৭)।
ক্ষমতায় থাকা অবস্থায় এর আগে সন্তান জন্ম দিয়েছিলেন পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে ভূমিষ্ঠ হয় তার কন্যা সন্তান।সন্তানের মা হয়ে মিস আরডেন বেজায় খুশি। ইন্সটাগ্রামে লিখেছেন, একটি সুস্থ কন্যা শিশু পেয়ে আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য তারিখ ১৭ জুন বলে দেয়া হয়েছিল আরডেনকে। কিন্তু তার কয়েকদিন পরে বৃহস্পতিবার সকালে ভূমিষ্ট হলো তার সন্তান।
‘যোগব্যায়াম হিন্দু উপাসনার অংশ; মুসলিমরা পালন করলে ঈমান নষ্ট হবে’
-আরআর