রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬


২১ জুন মারকাযে তালিমুস সুন্নাহর ঐতিহাসিক ইসলামি মহা সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  মারকাযে তালিমুস সুন্নাহ ভাকুর্তা সাভার ঢাকা উলামায়ে কেরাম
ও এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক ইসলামি সম্মেলনের আয়োজন করা হয়েছে ২১ জুন।

বৃহস্পতিবার সকাল ১০ টা হতে মধ্যরাত পর্যন্ত ভাকুর্তা কেন্দ্রিয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে এ মহা সম্মেলন।  সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মিজানুর রহমান চৌধুরী খলিফা হারদুয়ি হযরত ভারত।

প্রধান আলোচক মুনাযেরে জমান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানামামুনুল হক, মাওলানা জুনায়েদ আল হাবীব। মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হামেদ জাহিরীসহ আরো বহু উলামায়ে কেরাম।

সভাপতিত্ব করবেন,  আলহাজ্ব হাফেজ মাওলানা জয়নুল আবেদীন, সংগীত পরিচালনা করবেন কলরবের শিল্পীবৃন্দ।

কুরআন তেলোয়াত করবেন, কারি সাইদুল ইসলাম আসাদ, কারি আনাস বিন আনােয়ার।

যোগাযোগ- 01912-066793


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ