আওয়ার ইসলাম: কক্সবাজারের উখিয়ায় কোন্দলের জের ধরে এক রোহিঙ্গাকে গলাকেটে হত্যা করা হয়েছে।
উপজেলার বালুখালীর ১১নং ক্যাম্পের সি ব্লকে সোমবার রাত ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা আরিফ উল্লাহ (৪৫) ওই ব্লকের এখলাছ মিয়ার ছেলে। তার লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, আমরা ধারণা করছি, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে তার শত্রুপক্ষের কেউ হত্যা করে থাকতে পারে। জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
দল-মত নির্বিশেষে বন্যার্তদের পাশে দাঁড়ান: আল্লামা বাবুনগরী