শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ইংল্যান্ডে মুসলমানদের হুমকি দেয়ায় গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  ইংল্যান্ডে বিগত কয়েক মাস যাবত অজ্ঞাত এক ব্যক্তি মুসলমানের হুমকি দিয়ে বিভিন্ন স্থানে চিঠি প্রেরণ করছে।

সম্প্রতি চিঠিতে মুসলমানদের হুমকি দেয়ার অভিযোগে ইংল্যান্ডের পুলিশ ৩৫ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

এই ব্যক্তি ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের লিঙ্কন শহরের অধিবাসী। এই ব্যক্তি "মুসলমানদের শাস্তি দেন" শিরোনামে এক চিঠি ইংল্যান্ডের বিভিন্ন স্থানে বিতরণ করেছে।

এই চিঠিতে ৩য় এপ্রিল "মুসলমানদের শাস্তি" দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই চিঠির প্রাপকদের নিকট মুসলমানদের বিরুদ্ধ সহিংসতা বিস্তার এবং আক্রমণ করার আহ্বান জানানো হয়েছে।

চিঠিটির প্রেরকের নামক উল্লেখ করা হতনা। এই চিঠিতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতামূলক যৌথ হামলার চালানোর জন্য উৎসাহিত কর হত।

পুলিশ এই ব্যক্তিতে ওয়েস্টার্ন ইয়র্কশায়ার থেকে গ্রেফতার করেছে।ব্রিটেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সন্ত্রাস বিরোধী পুলিশ ঘোষণা করেছে, সন্দেহভাজনের বাড়ি লিঙ্কন শহরে। ঐ শহরে তার বাড়ি এবং অফিসে পুলিশি তদন্ত অব্যাহত আছে।

এই চিঠির কিছু অংশ অনলাইনে প্রেরণ করা হত। ইংল্যান্ডের বিভিন্ন শহর যেমন: ওয়েস্ট ইয়র্কশায়ার, সাউথ ইয়র্কশায়ার, লিসেস্টার এবং লন্ডনে প্রেরণ করা হত।

যেভাবে কাটে আল্লামা আহমদ শফীর ঈদ ও রমজান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ