শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


রমজানের অস্ত্রবিরতি বন্ধ, ফের অশান্ত হচ্ছে কাশ্মীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রমজান মাস শেষ হতেই অস্ত্রবিরতি প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার৷ রবিবার এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ কাশ্মীরে আগের মতো নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি৷

এ দিন রাজনাথ সিং বলেন, ‘‘উপত্যকায় হিংসা ও খুনোখুনি বন্ধ করতে নিরাপত্তা বাহিনী আগের মতো ব্যবস্থা নেবে৷ জম্মু কাশ্মীরকে হিংসামুক্ত করার কাজ সর্বতোভাবে চালিয়ে যাবে কেন্দ্র৷’’ রমজান মাসের পরই অস্ত্রবিরতি যে উঠে যেতে চলেছে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল৷ দেখা গিয়েছে অস্ত্রবিরতির সিদ্ধান্তে কাশ্মীরে শান্তি তো ফেরেনি বরং দিন দিন রক্তস্নাত হয়েছে ভূস্বর্গ৷

রমজান মাস শেষের দিনগুলিতে লড়াই কার্যকলাপ বহুলাংশে বেড়ে যায়৷ রাইফেলম্যান ঔরঙ্গজেবকে অপহরণ করে খুন এবং রাইজিং পত্রিকার সম্পাদক ও সাংবাদিক সুজিত বুখারিকে নির্মম হত্যার পর কেন্দ্র আর অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানোর ঝুঁকি নিতে চায়নি৷ অস্ত্রবিরতির সিদ্ধান্তে উপত্যকায় শান্তি ফিরে এলে কেন্দ্রের ইচ্ছা ছিল অমরনাথ যাত্রা অবধি তার মেয়াদ বাড়ানোর৷

বিশেষ অভিযানে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফি আহমেদ ভাটের মৃত্যুর পর থেকেই নতুন করে অশান্ত হয়ে ওঠে কাশ্মীর৷ আবার চেনা আন্দোলনে ফিরে যায় উপত্যকা৷ বাড়তে থাকে পাথর ছোঁড়ার ঘটনা৷ বিক্ষোভকারীদের পাথরে মারা যান তামিলনাড়ুর এক পর্যটক৷

এতে কাশ্মীরের পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়ে৷ আবার সামনেই ছিল রমজান মাস৷ এই পবিত্র মাসে কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে উপত্যকার সব দলের সম্মতিতে কেন্দ্রের কাছে অস্ত্রবিরতির আবেদন করেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷ সেই আবেদনে সাড়া দিয়ে কেন্দ্র শর্তসাপেক্ষে এক মাস অভিযান বন্ধের সিদ্ধান্ত নেয়৷

যেভাবে কাটে আল্লামা আহমদ শফীর ঈদ ও রমজান

এসএস


সম্পর্কিত খবর