বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


শিবচর কওমি ছাত্র পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: 'শিবচর কওমী ছাত্র পরিষদে’র পক্ষ থেকে দেড় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে৷ গতকাল ২৮ শে রমজান সকাল ১০ টায় শিবচরের নন্দকুমার স্কুল অডিটোরিয়ামে আলেম উলামা, পেশাজীবী ও সমাজ সেবকদের উপস্থিতিতে এ সমগ্রী বিতরণ করা হয়৷

দক্ষিণবঙ্গে ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম এর মুহতামিম বর্ষীয়ান আলেম মাওলানা আকরাম হুসাইনের হাতে বিতরণকাজ শুরু হয়৷ এ সময় মাওলানা আকরাম হুসাইন বলেন, আলেম উলামা বরাবরের মতোই সমাজের হতদরিদ্র, অসহায় মানুষের নানামুখী সেবায় নিয়োজিত আছে৷ আজকের ঈদ সামগ্রী বিতরণ তারই সামান্য অংশ মাত্র৷

তিনি উপস্থিত সবাইকে সম্বোধন করে বলেন, কওমী ছাত্র পরিষদ আগামীতে শিবচর থানার প্রতিটি ইউনিউনের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করবে৷ আপনারা দোয়া করবেন। ভবিষ্যতে এই কওমী ছাত্র পরিষদ শিবচরে শুধু ঈদ সামগ্রী নয়, যে কোন প্রয়োজনে আপনাদের পাশে থাকবে ইংশাআল্লাহ।

শিবচর কওমি ছাত্র পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ আল আমিন খানের সভাপতিত্বে ও কে এম ইমরান হুসাইনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, মুফতি আব্দুল আলিম, শিবচর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা জোবায়ের আহমদ, উপজেলা মসজিদের খতিব মাওলানা শাহাদাত হুসাইন, চকবাজার মসজিদের খতিব মুফতি সাঈদ আহমাদ উসমানীসহ শিবচর কওমী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্নস্তরের লোকজন।

প্রোগ্রামের সমন্বয় করেন, সংগঠনের সহ-সভাপতি মাওলানা রেজাউল করিম৷

এইচজে


সম্পর্কিত খবর