শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


অপসংস্কৃতির মোকাবেলায় 'ভোরের আলো শিল্পীগোষ্ঠীকে' এগিয়ে যেতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ঐতিহ্যবাহী শিশুকিশোর সাংস্কৃতিক সংগঠন ভোরের আলো শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে আজ ২৭ রমজান ১৩ জুন ভোরের আলো শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন সম্পন্ন হয়েছে।

শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান মাওলানা সাইফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে আল কোরআন থেকে তিলাওয়াত করেন হা. ইসহাক আহমদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোরের আলো শিল্পীগোষ্ঠীর প্রধান পরিচালক রাকিব আল হাসান, নির্বাহী পরিচালক ইসমাঈল আহমদ, যুগ্মনির্বাহী পরিচালক রাশেদ আহমদ।

প্রধান আলোচকের আলোচনা পেশ করেন মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভোরের আলো শিল্পীগোষ্ঠীর অভিভাবক জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস শাহ মমশাদ আহমদ বলেন, অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ সাংস্কৃতি প্রচারে ভোরের আলো শিল্পীগোষ্ঠীকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে।

বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বোখারা মিডিয়ার পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, বক্তব্য পেশ করেন ছাত্রনেতা তারিক বিন হাবীব, আসলাফ প্রিন্টশপের পরিচালক মাওলানা রশিদ মুশতাক ,মাওলানা জালাল মাহবুব, জনাব আবুবকর সিদ্দীক, মাওলানা মাহদি হাসান জামিলসহ প্রমুখ।

‘দেশ-জাতির কল্যাণে ছাত্র জমিয়তকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ