শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


৪ পথচারীসহ হাতিরঝিল ফুটপাতে ধস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মঙ্গলবার সকালে দিকে রাজধানীর হাতিরঝিলের বাংলা মোটরের দিকের ফুটপাতের একটি অংশ ধসে পড়েছে। ধসে পড়ার সময় ফুটপাতে চারজন পথচারী ছিলেন। ফুটপাত ধসে পড়লে তারা সামান্য আহত হন।

সোনারগাঁও হোটেলের পাশ দিয়ে বাংলা মোটরের দিকে যাওয়ার পথে বক্সকালভার্টের উপরের অংশটি পুরোটাই ধসে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুটপাতের ধসে যাওয়া অংশের সামনে দাঁড়িয়ে হাতিরঝিল প্রজেক্টের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার হায়দার আলী মেরামতের বিষয়ে আলাপ করছেন।

তিনি গণমাধ্যমকে জানান, ধসে পড়া ফুটপাতের অংশটির নিচে ছিল ওয়াসার পানির পরিত্যক্ত পাইপলাইন। সেটাও ভেঙে নিচে পড়ে গেছে। প্রধান সড়কের ফুটপাত রক্ষা পেলেও শুধু হাতিরঝিল অংশের ফুটপাত ধসে পড়েছে। কী কারণ এখনো স্পষ্ট নয়। আমরা ধসে পড়ার বিষয়টি ওয়াসা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানিয়েছে। খুব দ্রুতই এর মেরামতের কাজ করা হবে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার জানিয়েছেন, ফুটপাত ধসে পড়ার ঘটনায় চারজন সামান্য আহত হয়েছেন। একজনের মাথা কেটে গেছে।

ফুটপাতের ওই জায়গার নিচ দিয়ে পয়ঃনিষ্কাশনের লাইন চলে গেছে। সেখানকার পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মী শাহ আলম বলেন, ‘তখন অফিস টাইম। হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ল ফুটপাত। দৌড়ে কাছে যাই। দেখি নিচে ৪ জন পড়ে গেছে। ময়লা পানিতে একাকার সবাই। মই দিয়ে, রশি দিয়ে চারজনকে উপরে ওঠানো হয়।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ