শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ঈদকে ঘিরে কোনও অপতৎপরতা বরদাস্ত করা হবে না!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মঙ্গলবার দুপুরে মহাখালী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন আয়োজিত আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়া বলেছেন,  ঈদকে ঘিরে কোনও অপতৎপরতা বরদাস্ত করা হবে না।

যাত্রার প্রতিটি পথকে নির্বিঘ্ন করার ব্যবস্থা নেয়া হয়েছে। চাঁদাবাজদেরকেও ছাড় দেয়া হবে না। দুর্ঘটনা বন্ধে গাড়ির সবকিছু ঠিকঠাক দেখেই টার্মিনাল থেকে ছেড়ে যেতে দেয়া হবে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি  বলেন, আগামী এক মাসের মধ্যে হলি আর্টিজান মামলার চার্জশিট দেয়া হবে। তাড়াহুড়ো করে একটা জিনিসকে নষ্ট করার চাইতে একটু সময় নিয়ে ঠাণ্ডা মাথায় অকাট্য যুক্তি সহকারে হলি আর্টিজান মামলার চার্জশিট দেয়া হবে। আর সেটা মাসখানেকের মধ্যেই। অপরাধীদের শাস্তি হোক মানুষ এটাই চায়।

   শবে কদর : প্রভুর সান্নিধ্য অর্জনের অপূর্ব সুযোগ

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাকেও ছাড় দেয়া হবে না, সে যেই হোক। এক্ষেত্রে আমরা সবার সহযোগিতা চাই।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০ জনকে হত্যা করা হয়, যাদের মধ্যে ১৭ জন ছিলেন বিদেশি নাগরিক। বাকি তিনজন ছিলেন বাংলাদেশি। এছাড়া সন্ত্রাসীদের হামলায় দুইজন পুলিশ সদস্যও প্রাণ হারান।

এইচজে

আরএসএস-এর অনুষ্ঠানে যাওয়ায় কংগ্রেসের ইফতার পার্টিতে দাওয়াত পেলেন না প্রণব!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ