শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


রাশিয়া যাচ্ছেন যুবরাজ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পাসকভ গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সৌদি যুবরাজ আসবেন বলে আমরা প্রত্যাশা করছি।

আরব নিউজ ও রয়টার্সের খবরে বলা হয়, মোহাম্মদ বিন সালমান রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সৌদি আরব ১৪ জুন রাশিয়ার বিরুদ্ধে খেলবে। নিজ ফুটবল দলের সমর্থনে তিনি রাশিয়া যাচ্ছেন।

রিয়াদের রাজপ্রাসাদের বাইরে গোলাগুলির ঘটনায় মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হয়েছিলেন বলে খবর বের হয়েছিল। ওই ঘটনার পর প্রকাশ্য না আসায় গুজব অনেকে সত্য বলে দাবি করে বসেন। বিভিন্ন খবরে বলা হয়েছিল, সৌদি যুবরাজ আহত হয়ে বাংকারে আশ্রয় নিয়েছিলেন। তার শারীরিক অবস্থা নিয়েও শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

এর পর যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে প্রকাশিত খবর উড়িয়ে দিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করে সৌদি আরব। এতে তাঁকে বিভিন্ন বৈঠকে আলোচনা করতেও দেখা যায়। এরপরই সালমানের রাশিয়া সফরের খবর পাওয়া গেল।

আরও পড়ুন : সিরিয়ার পূর্বাঞ্চলে চার রাশিয়ান সেনা নিহত


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ