শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


থানায় ঢুকে পুলিশকে মারধর, আ.লীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ময়মনসিংহের গৌরীপুরে মাদকাসক্ত তিন আসামিকে ছাড়িয়ে নিতে থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে  এক আওয়ামী লীগ নেতাকে। তার নাম রুকনুজ্জামান পল্লব। তিনি গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শনিবার দুপুরে গৌরীপুর থানায় ওই মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার পুলিশ সদস্যের নাম এএসআই হাসানুজ্জামান।

আহত হাসানুজ্জামান জানান, দুপুরে হঠাৎ করে গৌরীপুর থানার কর্তব্যরত পুলিশ (ডিউটিরত পুলিশ) কক্ষে ছুটে আসেন উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান পল্লব। এ সময় তিনজন আসামিকে ছেড়ে দেয়ার নির্দেশ দেন। আসামি না ছাড়ায় কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশের পোশাকে ধরে টানাহেঁচড়া ও কিলঘুষি মারেন। আশপাশের লোকজন এসে রক্ষা করেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- উপজেলার গজন্দর গ্রামের ফজলুল হকের ছেলে মাদকাসক্ত মনোয়ারুল সিফাত (১৯), আইন উদ্দিনের ছেলে মো. হাবিবুর রহমান (১৮) ও গাভীশিমুল গ্রামের বকুল মিয়ার ছেলে আবু হানিফ (১৮)।

গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) তারিকুজ্জামান জানান, রুকনুজ্জামান পল্লবকে জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ বিভাগে নেয়া হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ