শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘খালেদার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার বিষয়টি কারা কর্তৃপক্ষ অবগত নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাতা ঘুরে পড়ে যাওয়া এবং ৫-৭ মিনিট অজ্ঞান হয়ে থাকার বিষয়ে তথ্য নেই কারা কর্তৃপক্ষের কাছে।

শনিবার বিকালে খালেদার সঙ্গে তার ব্যক্তিগত চার চিকিৎসক দেখা করার পর খালেদা জিয়ার মাথা ঘুরে পড়ে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান। এর পরই স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে মন্তব্য করলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, খালেদা জিয়া যে পড়ে গিয়েছিলেন সে সম্পর্কে কারা কর্তৃপক্ষ অবগত নয়। তবুও তার চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন সে অনুযায়ী খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

শনিবার কারা অধিদফতর কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তির কথা বলেছেন। বাংলাদেশে তো পিজি হাসপাতাল অনেক বড়। এখানেও কিন্তু তার সব ধরনের চিকিৎসাই সম্ভব। তবুও তার (খালেদা জিয়া) চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

‘মেঝেতে পড়ে গিয়ে খালেদা জিয়া ৫-৭ মিনিট অজ্ঞান ছিলেন’

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ