শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


যে কারণে বাজেট বক্তৃতা শেষে ক্ষমা চাইলেন অর্থমন্ত্রী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার বাজেট পেশ শেষে স্পিকারের বক্তব্যের মাঝে তার দৃষ্টি আকর্ষণ করেন অর্থমন্ত্রী। এ সময় স্পিকার জানতে চান অর্থমন্ত্রী কিছু বলবেন কিনা।

তখন দাঁড়িয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বসে বসে বাজেট বক্তৃতা দিয়েছি এবং রমজান মাসে পানি পান করেছি, সব নিয়ম পালন করিনি। নিতান্ত বয়সের কারণে এমনটি করতে বাধ্য হয়েছি।

বৃহস্পতিবার সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। শুরুতেই তিনি স্পিকারের কাছে বসে বাজেট পেশ করার অনুমতি চেয়ে নেন। টানা এক ঘণ্টা বাজেট পেশ করার পর অর্থমন্ত্রীকে পানি পান করতে দেখা যায়। কিছু পরে আবার পানি পান করেন অর্থমন্ত্রী।

২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ‘সমৃদ্ধ আগামী পথযাত্রায় বাংলাদেশ’ নাম দিয়ে এবার প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।

এর মধ্যে উন্নয়ন বাজেটের মোট আকার ধরা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৬৯ কোটি টাকা। প্রস্তাবিত অনুন্নয়ন বাজেটে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮২ হাজার টাকা।

এইচজে

আরো পড়ুন ন্যাটোর সদস্যপদ পাচ্ছে না কাতার!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ