রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬


মরক্কোর রাজপ্রাসাদে তেলাওয়াত করবেন বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উপমহাদেশের ইলমে কেরাতের কিংবদন্তী, বাংলাদেশের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও কেরাতের পথপ্রদর্শক, শাইখুল কুররা হযরত মাওলানা কারী মুহাম্মদ ইউসুফ রহ.-এর সুযোগ্য উত্তরসূরি, শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী টানা ৫ম বারের মতো মরক্কোর বাদশাহ মুহাম্মদ হাসান ষষ্ঠ-এর দাওয়াতে রাজপ্রাসাদের অতিথি হয়ে আজ তুরস্ক সফর শেষে ইস্তাম্বুল থেকে মরক্কোর উদ্দেশ্য রওনা করবেন।

সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রীবর্গ, স্কলার, সামরিক প্রধান ও মরক্কোতে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণের উপস্থিতিতে শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করবেন। সেজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য যে, শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারি দীর্ঘ ১৮ দিন ধরে তুরস্ক আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন ও তুরস্ক জাতীয় টেলিভিশন ও রেডিওতে নিয়মিত সাহরী ও ইফতারে তেলাওয়াত করেছেন।

আরও পড়ুন : তুরস্কে বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশি কারি শাইখ আহমাদ বিন ইউসুফ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ