বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


নাইজেরিয়ায় রাখাল-কৃষক সংঘর্ষে নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনুয়ে রাজ্যে বিগত কয়েকদিনে পৃথক সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অঞ্চলটিতে খ্রিষ্টান কৃষক ও যাযাবর রাখালদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটতে দেখা যায়।

বুধবার দেশটির সরকারি গণমাধমের সূত্র একথা জানিয়েছে। বেনুয়ে রাজ্যের তথ্যমন্ত্রী লরেন্স ওনোজাকে উদ্ধৃত করে খবরে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় সন্দেহভাজন যাযাবর রাখালরা বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে।

বুধবার রাত তিনটার দিকে গুমার কাছে টিসে ইসহাভ গ্রামে হামলা চালানো হয়। এতে আট জন নিহত, বেশ কয়েকজন নিখোঁজ ও অনেকে আহত হয়েছে।ওনোজা আরো জানান, সোমবার ইয়েলওয়াতায় একই ধরনের হামলায় অপর দু’জন নিহত হওয়ার পর সর্বশেষ এ ঘটনা ঘটল।

গুমার স্থানীয় সরকারের প্রধান এন্থনি শাওন ১০ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। শাওন জানান, হামলাকারীরা সেখান থেকে চলে যাওয়ার আগে বাড়িঘরে অগ্নিসংযোগ করে।

পার্শ্ববর্তী লোগো জেলায় একই ধরনের সশস্ত্র গ্রুপ হামলা চালায়। সেখানে পাঁচজন নিহত ও আরো অনেকে আহত হয়েছে। স্থানীয় সরকার প্রধান রিচার্ড নিয়াজো জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন- রমজানের শেষ দশকের জরুরি আমল ও ইবাদত


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ