শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


সেই নার্স হত্যা অনিচ্ছাকৃত; ইসরায়েলের সাফাই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ গাজা শহরের খান ইউনিসের কাছে আহতদের উদ্ধার করতে গিয়ে ইসরায়েলি সেনার গুলিতে নিহত হন ফিলিস্তিনি নার্স রাজান আল নাজার

রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে,  এ ঘটনাকে অনিচ্ছাকৃত বলে দাবি করেছে ইসরায়েল। এ ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, 'এই ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্তে পাওয়া যায় যে, একটি ছোট গুলি তার গায়ে লাগে। ইচ্ছাকৃতভাবে বা সরাসরি তার দিকে লক্ষ্য করে করা হয়নি। ইসরায়েল সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা জানান, তদন্ত এখনও চলছে। সব কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

এদিকে ফিলিস্তিনের গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, মেডিকেল টিমের সদস্য রাজান আল নাজারকে ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে গুলি করেছে।

৩০ শে মার্চ থেকে ইসরায়েলি সেনাদের হামলায় গত শুক্রবার পযর্ন্ত ১২০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য বিভাগ।

বেফাকের ৪১ তম পরীক্ষায় মেধা তালিকার শীর্ষে যারা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ