শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


‘শরিয়ার বিধান অবলম্বন করলে মাদক নির্মূল শতভাগ গ্যারান্টি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাত আল-ইসলাহ সংস্থা ও রাউজান ইসলামী নব জাগরণ সংগঠনের প্রবাসী শাখার ব্যবস্থাপনায় অত্যন্ত আনন্দঘন মূহুর্তে ওলামায়ে কেরামের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী জনাব ওসমানের সভাপতিত্বে ও মাওলানা মঈনুদ্দীন এবং মঈনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জামিয়া কুরআনিয়া লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজী।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের প্রখ্যাত বক্তা, বিশিষ্ট মুনাজেরে জামান, চট্টগ্রাম দারুল হেদায়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা আজিজুল হক আল মাদানী।

ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথি বলেন, পবিত্র কুরআনে মদকে পরিষ্কারভাবে হারাম ঘোষণা করা হয়েছে। মাদকতার শাস্তি হুদুদে শরীয়ার অন্তর্ভুক্ত। তবে আল্লাহ রব্বুল আলামিন চারটি পর্যায়ে মদকে হারাম ঘোষনা করেছেন।

প্রথমত মদকে স্বাভাবিক খাবার থেকে পৃথক করে দেখিয়েছেন। অতঃপর বলেছেন, মদের মধ্যে উপকারের চেয়ে অপকারই বেশি। অতঃপর মদ্যপ অবস্থায় নামাযের কাছে যেতে নিষেধ করেছেন। তারপর পরিষ্কারভাবে মদকে হারাম ঘোষণা করেছেন।

এ থেকে বুঝে আসে যে, শুধু অভিযান চালিয়ে মাদক নির্মূল করা যাবে না। মাদক নির্মূলে পর্যায়ক্রমে নানা রকমের উদ্যোগ গ্রহণ করতে হবে।

যদি সরকার আন্তরিক হয় তাহলে মাদক নির্মূলে ইসলামি শরিয়ার বিধান অবলম্বন করতে পারে।শতভাগ গ্যারান্টি দিয়ে বলা যায়, মাদক আগ্রাসন ধীরে ধীরে কমে আসবে।

উলামাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বাংলাদেশী প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। বিশেষত বাংলাদেশের বিভিন্ন কওমী মাদরাসা থেকে আগত উলামায়ে কেরামের উপস্থিত ছিলেন।

আমিরাতে বসাবসরত প্রবাসীরা অত্যন্ত উৎফুল্ল মনে ইফতার মাহফিলে অংশ নেন।
প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত করা হয়।

মাহফিলে রাউজান ইসলামী নব জাগরণ সংগঠন আরব আমিরাত শাখা পক্ষ থেকে ঈদপুনর্মিলী প্রোগ্রামের তারিখ ঘোষণা করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ইসলামী নবজাগরণ সংগঠন কেন্দ্রীয় কমিটির সহ মহাসচিব মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ, কার্যকরী পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ রাশেদ নূর দক্ষিণ গহিরা, মুহাম্মদ এরশাদ সোবহান গহিরা, মাওলানা হাফেজ মুজ্জামিল,মাওলানা রিজওয়ান, মুহাম্মদ এনাম উদ্দিন, মাওলানা মুত্তাহির, মাওলানা মঞ্জুর মোরশেদ, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা শাহাদাত হোসেন, মুহাম্মদ শোয়াইব, হাফেজ সোলায়মান আহমদ, মুহাম্মদ জাহাঙ্গীর গহিরা প্রমুখ ।

আরও পড়ুন:  দুবাই প্রবাসীদের ইফতার

-আরআর


সম্পর্কিত খবর