শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


৮ কেজি প্লাস্টিক ব্যাগ খেয়ে তিমির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৮০টি প্লাস্টিক ব্যাগ খাওয়ার পর একটি পাইলট তিমির মৃত্যু হয়েছে বলে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে উদ্ধারকর্মীরা জানিয়েছে। এসময় তারা তিমিটিকে বাঁচানোর চেষ্টা করেও বাঁচাতে পারেননি।

এ ব্যাপারে বিবিসি'র খবরে বলা হয়েছে, পাইলট তিমিটির পেটের ভেতর জমা হওয়া প্লাস্টিকের ব্যাগগুলোর ওজন ছিল প্রায় ৮ কেজি। ব্যাগগুলোর কারণে কোন খাবার খেতে পারছিলনা সামুদ্রিক প্রাণীটি।

এদিকে সামুদ্রিক জীববিজ্ঞানী থন থামরঙ্গনাওয়াসাত বলেন, পেটের ভেতর ব্যাগগুলো থাকার কারণে তিমিটির পক্ষে কোন পুষ্টিকর খাদ্য খাওয়া সম্ভব হচ্ছিল না। তিনি বলেন, আপনার পেটের ভেতর ৮০টি প্লাস্টিকের ব্যাগ থাকলে আপনি মারা যাবেন।

পাইলট তিমিটিকে গত সোমবার অসুস্থ অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকর্মীরা সপ্তাহজুড়ে সেবা করেও তিমিটিকে বাঁচাতে সফল হননি। শুক্রবার বিকেলে তিমিটি মারা যায়।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ