মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


প্রকাশ পেলো কলরব শিল্পী আবু রায়হানের নতুন সঙ্গীত ‘রাসুলে খোদা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বিকেল ৪টায় ইসলামিক ইউটিউব চ্যানেল ‘হলি টিউনে’ জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী আবু রায়হানের কণ্ঠে হিন্দি ভাষায় রচিত ইসলামী সঙ্গীতের ভিন্ন রকমের ভিডিওর উন্মুক্তকরণ হয়েছে ।

এ উপলক্ষে কলরবের অফিসিয়াল পেইজে বিশেষ লাইভ সম্প্রচারিত হয়। উন্মুক্তকরণ আয়োজনে উপস্থিত ছিলেন কলরবের প্রধান পরিচালক আলহাজ্ব রশিদ আহমাদ ফেরদৌস, যুগ্মনির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান, শিল্পী আবু রায়হান, আহমদ আব্দুল্লাহ, তানজিম রেজা, আরিফ আরিয়ান, মাহফুজুল আলম, ইলিয়াস আমিন ও তাহসিনুল ইসলাম প্রমুখ |

আহমদ আব্দুল্লাহর কথা ও সুরে সঙ্গীতটি কক্সবাজারের মনোরম লোকেশনে ধারণ করা হয়েছে। ভিডিওতে ইসলামের অন্যতম ভিত্তি যাকাত প্রদানের উত্তম পদ্ধতি চিত্রায়িত হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন এইচ আল বান্না।

ভিডিওটি দেখুন

 


সম্পর্কিত খবর