বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


সরকারি হলো আরো ৩৬ মাধ্যমিক স্কুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  দেশের ৩৬টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এ নিয়ে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৪০৩টি।

গত ২১ মে প্রথমে ২৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হলেও এক দিন পর সেটি সংশোধন করে ২৩টি করা হয়। এক সপ্তাহের ব্যবধানে আরও ৩৬ মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি হওয়া এসব বিদ্যালয়ের শিক্ষকরা অন্য বিদ্যালয়ে বদলি হতে পারবেন না।

দেশের যেসব উপজেলায় কোনো সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেগুলোতে একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে এই স্কুলগুলো সরকারি করা হলো।

আরও পড়ুন : সরকারি হলো আরো ১২ মাধ্যমিক স্কুল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ