শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে হাওরে মাছ ধরতে গিয়ে একই সঙ্গে বজ্রপাতে তিন ভাই মারা গেছেন।

শনিবার সন্ধ্যায় শহরতলীর মিরেরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান জালালাবাদ থানার ওসি শফিকুল হক।

নিহতরা হলেন- মিরেরগাঁও গ্রামের বাবুল মিয়া, আমিন মিয়া ও ইমন মিয়া। ওসি জানান, বিকালে তিন ভাই বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান। এসময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন তারা।

স্থানীয়রা তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

চলতি বছর বজ্রপাতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত দুই মাসে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে দুই শতাধিক লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে।

গত বছর বজ্রপাতে মৃত্যু হয় প্রায় ৩৭৯ জনের! আর ২০১০ সালের পর গত সাত বছরে মৃতের সংখ্যা দুই হাজারেরও বেশি।

উল্লেখ্য, ২০১০ সালের পর দেশে বজ্রপাত বেড়েছে আশঙ্কাজনক হারে। ২০১৬ সালে পরপর দুদিনে বজ্রপাতে ৮১ জনের প্রাণহানি ঘটে।

এরপরই বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে মন্ত্রণালয়। পাশাপাশি বজ্রপাত থেকে সুরক্ষা পেতে স্থানীয় ধারণাকে ভিত্তি হিসেবে গ্রহণ করে সরকার সারা দেশে ১০ লাখ তালগাছ রোপণের এক অভিনব কর্মসূচি নিয়েছে বলে জানা যায়।

আরো পড়ুন-রোজাদারকে ইফতার করানোর ফজিলত


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ