বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


তালীমী বোর্ড উত্তরার ২য় বৃত্তি পরীক্ষার ফলাফল ২৯ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহত্তর উত্তরার কওমি মাদরাসাসমূহের সমন্বয়ে গঠিত আঞ্চলিক বোর্ড ‘হাইআতুত তা‘লীম ওয়াততারবিয়া লিলমাদারিসিল কাওমিয়্যাহ’ (তালীমী বোর্ড উত্তরা) ঢাকা’র ২য় বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ১২ রমজান প্রকাশ হবে।

২৯ মে মঙ্গলবার বাদ জোহর বোর্ডের কার্যালয় জামিয়া বাবুস সালাম বিমানবন্দরে বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

একই দিনে বোর্ডের নিজস্ব ওয়েব সাইট http://talimiboarduttara.com এ ফলাফল দেখা যাবে, ইনশাআল্লাহ।

গত ১৮ এপ্রিল শুরু হয়ে ২২ এপ্রিল ২০১৮ শেষ হওয়া এবারের বৃত্তি পরীক্ষায় দরসিয়াত বিভাগে ২৫২ জন ও হিফজুল কুরআন বিভাগে ৭৬৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বায়তু্ল্লাহর এ যুগের ‘বেলাল‘ আলি আহমদ

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ