শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


টেকনাফে হিফজ প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেয়ে ২য় রাউন্ডে ৪০ জন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি

উখিয়া-টেকনাফের হাফেজে কুরআনদের মেধা অন্বেষণের বহুল কাঙ্খিত হিফজুল কোরআন প্রতিযোগিতার ১ম বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। শহীদ উল্লাহ আলো স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় বারের প্রতিযোগিতা অত্যাধুনিক আলো কমিনিউটি পার্কে গত ৫ রমজান সকাল ১০ টা হতে আরম্ভ হয়ে ৬ রমজান দুপুরে শেষ হয়।

টেকনাফ উপজেলার বাছাইকরা ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ১৩২ জন মেধাবী শিক্ষার্থী এতে অংশ গ্রহণ করেন। তাদের মধ্য থেকে বাছাই করে মাত্র ৪০ জন প্রতিযোগী ২য় রাউন্ডের জন্য ইয়েস কার্ড পেয়েছেন। ইয়েস কার্ড প্রাপ্ত ৪০ জনকে নিয়ে আগামী ৩১মে ১৪ রমজান বৃহস্পতিবার সকাল ১০টা হতে নিয়মিত আয়োজন শুরু হবে।

দীর্ঘ ১০ দিন ব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী সেরা শিক্ষার্থীর জন্য নগদ ৫০ হাজার টাকা, সনদ পত্র ও বিভিন্ন পণ্য সামগ্রী প্রদান করা হবে এবং ২য় স্থান অর্জনকারীর জন্য ৩০ হাজার টাকা ও ৩য় স্থান অর্জনকারীর জন্য রয়েছে নগদ ২০ হাজার টাকা ৷

সব প্রতিযোগীর জন্য রয়েছে ভিন্ন ক্যাটাগরিতে নগদ টাকাসহ পণ্য সামগ্রী পুরস্কার ৷ এছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল প্রতিযোগী ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালনে আছেন বিভিন্ন টেলিভিশন ও জাতীয় প্রতিযোগীতায় দায়িত্ব পালনকারী দক্ষ, বিচক্ষণ হাফেজ ক্বারী। এলাকার সর্বস্তরের ধর্ম প্রিয় লোকদের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রিত। অনুষ্ঠান ডিস কেবলের মাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছে ৷

ইয়েস কার্ড পেয়েছেন যারা
মুহাম্মদ ঈসা, আব্দুর রহীম, আবুল মনজুর, মুহাম্মদ উসমান, মুহাম্মদ সালমান, আয়াতুল্লাহ, রফিক উল্লাহ,  জাহেদুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা, ফাক্বিহা আক্তার, আরিফা,  আতা উল্লাহ,

আরাফাত উল্লাহ,  আজমত উল্লাহ, মুহাম্মদ সা'আদ, আনোয়ার সাদেক, মুহাম্মদ এরশাদ নুর, মোস্তফা রায়হান ফয়েজ, কায়সার উল্লাহ, সরওয়ার কামাল, এহসান উল্লাহ, তৈয়বুর রহমান, মুহাম্মদ শুয়াইব, রিয়াজুল ইসলাম, মুহাম্মদ জুবাইর, মুহাম্মদ হাসান,

ওমর ফারুক, জয়নুল আবদীন, মুবাশ্বের, মুহাম্মদ এমরান, ওমর ফারুক ,ওয়াহিদুল ইসলাম,  মুহাম্মদ মিজান, আব্দুল জলিল, মুহাম্মদ ইব্রাহীম, মুহাম্মদ এহসান, মুহাম্মদ আনাছ, খাইরুল আমিন, মুহাম্মদ নুর, নুরুল মোস্তফা।

এইচজে

আরো পড়ুন পাকিস্তানের হাজি আবদুল ওয়াহহাবকে মাওলানা সাদের চিঠি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ