শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


দুদিনের মাথায় কর্নাটকে বিজেপি মুখ্যমন্ত্রীর ইস্তফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় সপ্তাহব্যাপী নাটক শেষে ফের চমক। তড়িঘড়ি শপথ নিয়েও হল না শেষ রক্ষা। ভারতের সবচেয়ে কম সময়ের সরকারের নজির গড়ে কর্নাটকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা।

আস্থা ভোটে বিজেপি জিততে পারবে না এটি পরিষ্কার হওয়ার পরই দিল্লি থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী শনিবার ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রীর পদ থেকে পদ্যতাগ করেন।

ওই দিনই রাজ্যপাল বাজুভাই বালার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

এর মধ্যদিয়ে সরকার গঠনের দু’দিনের মাথায় বিজেপি সরকারের পতন হল। ইয়েদুরাপ্পার পদত্যাগে শেষ হাসিটা হাসছে কংগ্রেস জেডিএস জোট।

বুধবার কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কংগ্রেস- জনতা দল (সেক্যুলার) জোটের নেতা এইচডি কুম্বারস্বামী। এ দিন রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছে এনডিটিভি।

২২৩ আসনের কর্নাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৩। রাজনৈতিক মহলের হিসেবে কংগ্রেস, জেডিএস, নির্দল ও বিএসপি বিধায়ক মিলে প্রায় ১১৭টি আসন রয়েছে জোট সরকারের কাছে। সেক্ষেত্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে কোনো কষ্টই করতে হবে না কংগ্রেস-জেডিএসকে।

কর্নাটক সরকারের ভবিষ্যৎ এবার কংগ্রেস জোটের সরকার। তবে কবে নাগাদ এ সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয় এখন সেটাই দেখার।


সম্পর্কিত খবর