শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

৩শ পরিবারে ইফতার বিতরণ ইসলামী নব জাগরণের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, নিজস্ব প্রতিবেদক: উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় ও জনকল্যাণমূলক সংগঠন রাউজান ইসলামী নব জাগরণের ব্যবস্থাপনায় ও আরব আমিরাত প্রবাসী শাখার বিশেষ সহযোগিতায় রাউজানের ৩০০ পরিবারের মাঝে ও বিভিন্ন মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ১৮ ও ১৯ মে শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী দক্ষিণ গহিরা,খলিলাবাদ, সুলতানপুর,ছত্রপাড়া, তোতাগাজী বাড়ী, উত্তর আলীখিল,আরব নগর ও কান্দিপাড়াসহ বিভিন্ন এলাকায় গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইসলামী নব জাগরণ সংগঠনের সভাপতি জনাব মুহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, হাদীসে রোজাদারদের ইফতার করানোর অনেক সুসংবাদ এসেছে। রমযান মাস ধনী-গরীব পার্থক্য ভুলে কাছে আসার মাস। ইসলামী নব জাগরণ সংগঠন আজকের ইফতার সামগ্রি বিতরণ সে সওয়াব অর্জন করার লক্ষ্যে করা হয়েছে। আমরা মনে করি, সমাজের সামর্থবানদের ইফতার বিতরণ কর্মসূচীতে এগিয়ে আসা দরকার।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাউজান জমিয়তুল ওলামার মহাসচিব মাওলানা কে.এম আলমগীর মাসউদ আরবনগরী, ইসলামী নব জাগরণের সভাপতি জনাব মুহাম্মদ হানিফ, সিনিয়র সহসভাপতি আখতার মাষ্টার, সহসভাপতি মাওলানা বদরুল, যুগ্ম মহাসচিব মাওলানা সাইফুল্লাহ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আরিফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান খলিলাবাদী,আল আইন উপকমিটির আহ্বায়ক মাওলানা হোসাইন, যুগ্ম মহাসচিব ইরফান সোলাইমান, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ হারুনুর রশীদ, সাহিত্য সম্পাদক মাওলানা শোয়াইব আরব নগরী,মাওলানা রাশেদ শাহনগরী, মাওলানা খোরশেদ, প্রচার সম্পাদক মহিউদ্দীন, মোঃ মুসলিম উদ্দিন, মাওলানা নজরুল, এরশাদুল ইসলাম, ইব্রাহিম ফুআদ, মুহাম্মদ জিয়া উদ্দিন,সাইফুল ইসলাম, মুসলিম উদ্দীন, এম এ রহিম, এস.এম মহি উদ্দীন, আল-ফয়সাল,সাহাবুদ্দিন,মোরশেদ প্রমুখ ।

আরো পড়ুন- রোজার ফজিলত ও জরুরি মাসাইল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ